Breaking News

ইলিয়াস আলী গুম নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য

বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গুম হওয়ার নয় বছর পর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নতুন তথ্য দিলেন। ইলিয়াস আলীর গুমের পেছনে দলের ভিতরে থাকা কয়েকজন নেতাকে দুষলেন তিনি। ওইসব নেতার নাম উল্লেখ না করে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দলের ভিতরে লুকিয়ে থাকা এই ব্যক্তিদের অনেকেই চেনেন।

আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে গতকাল বিকালে এক ভার্চুয়াল আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এ কথা বলেন। সিলেট বিভাগ জাতীয়তাবাদী সংহতি সম্মিলনী, ঢাকার উদ্যোগে ভার্চুয়াল

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাইয়ুম চৌধুরী এতে সভাপতিত্ব করেন। মির্জা আব্বাস বলেন, ইলিয়াস গুম হওয়ার আগের রাতে দলীয় অফিসে কোনো এক ব্যক্তির সঙ্গে তাঁর বাগ্বিতন্ডা হয় মারাত্মক রকমের। ইলিয়াস খুব গালিগালাজ করেছিলেন তাঁকে।

সেই যে পেছন থেকে দংশন করা সাপগুলো, দলে এখনো রয়ে গেছে। যদি এদের দল থেকে বিতাড়িত না করেন তাহলে কোনো পরিস্থিতিতেই দল সামনে এগোতে পারবে না। ইলিয়াস আলী গুমের খবর ওই দিন রাত দেড়টা থেকে পৌনে ২টায় পেয়েছিলেন জানিয়ে

বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, ‘গুমের সংবাদ পাওয়ার পর পরিচিত যাঁরা ছিলেন তাঁদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান ইলিয়াস আলীকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং যে পুলিশ কর্তকর্তাদের সামনে তাঁকে

নেওয়া হলো সেই পুলিশ কর্মকর্তাদের আজ পর্যন্ত পাওয়া যায়নি। এ খবর আপনারা কেউ জানেন না। পুলিশের গাড়িতে যে কজন কর্মকর্তা ছিলেন তাঁদের আজও পাওয়া যায়নি। যেমন ইলিয়াস আলীর চালককেও পাওয়া যায়নি। তাহলে এ কাজটা করল কে?’

মির্জা আব্বাস আরও বলেন, ‘আমি জানি আওয়ামী লীগ সরকার গুম করেনি। তাহলে গুমটা করল কে? এ সরকারের কাছে এটা আমি জানতে চাই। একজন জলজ্যান্ত তাজা রাজনৈতিক নেতা গুম হয়ে গেলেন দেশের অভ্যন্তর থেকে।

আমাদের একজন নেতা সালাহউদ্দিনকে দেশ থেকে পাচার করে নিয়ে গেল, আমাদের চৌধুরী আলমকে গুম করে দেওয়া হলো। আমাদের কত ছেলেকে গুম করে দেওয়া হলো, বুঝলাম এ সরকার করেনি তাহলে করল কারা? যারা করল তাদের কি বিচার হতে পারে না? যারা করেছে তারা এ দেশের স্বাধীনতা চায়নি? তারা স্বাধীনতা-সার্বভৌমত্ব দেশে থাকতে দেবে না।’

About Nasim

Check Also

ভয়াবহ দুঃসংবাদ : দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত!

দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) শনাক্ত হয়েছে। শনিবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ …